সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি মহাশ্মশান ঘাটের দেয়ালের উপর দিয়ে গিয়ে চুল্লি ঘরের তালা ভেঙ্গে একটি পানির পাম্প, টিউবওয়েল, লোহার রড ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। ৩রা মার্চ বুধবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার বেলকুচি মহাশ্মশান ঘাটে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ও শ্নাশান ঘাট সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার পৌরসভায় শেরনগর মুকুন্দগাঁতী এলাকায় হিন্দু সম্প্রদায়ের শেষকৃত দাহের জন্য নির্মাণ করা হয় মহাশ্মশান ঘাট। পাশেই অবস্থিত কালী মাতার মন্দির। বুধবার গভীর রাতে মহাশ্মশান ঘাটের চুল্লি ঘরের তালা ভেঙে একটি পানির পাম্প, টিউবওয়েল ও লোহার রড চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মহাশ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি জয় শংকর সাহা জানান, ৩রা মার্চ বুধবার রাত্রে আমরা আমাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করিয়া বেলকুচি মহাশ্নশান তালাবন্ধ
করিয়া চলিয়া যাই। পরের দিন আনুমানিক দুপুর ১২টার দিকে এসে দেখি কে বা কাহারা দেয়ালের উপর দিয়ে হয়তো চুল্লি ঘরের তালা ভেঙ্গে পানির পাম্প, টিউবওয়েল, লোহার রড সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। তবে কে বা কারা চুরি করেছে এখনো আমরা জানি না। তাই থানায় অভিযোগ দিয়েছি।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা প্রতিবেদকে জানান, বেলকুচি মহাশ্মশানে চুরির ঘটনা একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment