জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ১৭ মার্চ দক্ষিণ জেলা তাঁতীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ও কেক কাটা এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা তাঁতীলীগের আহ্বায়ক দিদারুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব পরিমল কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু জাফর।
এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন, লায়ন ডাঃ আর.কে রুবেল, বখতিয়ার চৌধুরী করিম, হাসান মুরাদ চৌধুরী, প্রকৌশলী দীপঙ্কর দাশ, জেলা সদস্য এম. মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার এম.এ মালেক, সালাহ উদ্দিন চৌধুরী, মঞ্জুরুল আলম মঞ্জু, হাবিব উল্লাহ হাবিব, মিশু ইমরান, আনিসুর রহমান ফরহাদ, ইমরান ফরহাদ, রবি চৌধুরী, হরিজিৎ মুন্না, হাসানা আরা বেগম, নাছির মোহাম্মদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এতে বক্তারা বলেন, যাঁর জন্য আমরা আজ সমবেত হয়েছি, যাঁর জন্য আমরা রাজনীতি করছি, যাঁর নেতৃত্বে আমরা আজ আবদ্ধ হয়েছি, যাঁর কারণে আমরা আজ বাংলাদেশের পতাকাতলে রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে আজ তাঁরই শতজন্মবার্ষিকীতে আমরা লিপিবদ্ধ হয়েছি দক্ষিণ জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ।
যাঁর রক্তের বিনিময়ে বাংলাদেশের মানচিত্র আমরা পেয়েছি সেই সোনার বাংলার কারিগর এবং রূপকার তিনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা আজ বাংলার গর্বে গর্বিত। আগামী ১৯ মার্চ তাঁতীলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment