একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা চকবাজার ওয়ার্ড থেকে ৭ বারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু চলে গেলেন না ফেরার দেশে । চসিক কাউন্সিলর মিন্টু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় এই কাউন্সিলর পরপর ছয়বার সহ মোট ৭ বার নির্বাচিত কাউন্সিল ছিলেন। তিনি এক পুত্র এক ভাই সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান ।
সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়ার এক অনন্য সুন্দর সক্ষমতা ছিল এই জনপ্রতিনিধির । বধির সংঘের পরিচালনা সহ শারীরিকভাবে অক্ষম মানুষগুলোর সাথেও তাঁর ছিল নিবিড় সখ্যতা । মানুষের জন্য নিবেদিতপ্রাণ এমন জনপ্রতিনিধির মৃত্যুজনিত শূণ্যতা কখনোই পূরণ হবার নয়।
প্রতি বারই নির্বাচন প্রচারনায় থাকে ভিন্ন মাত্রা, এবারেও দেখাছি তার নির্বাচনী প্রচারনা ছিল অন্য রকম। মিন্টু ভাই মানুষকে বলতে শুনেছি, আপনারাতো আমাকে ছয় বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, জীবনের শেষ সময়ে আমাকে আরেকটি বার ভোট দেন। আমি আপনাদের এই চকবাজার ওর্য়াডকে গিনেস বুকে নাম লেখাবো। সাধারণ মানুষ তাঁর কথা রেখেছেন।
সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালের জানুয়ারি থেকে পর পর ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন । সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন।। এদিকে চট্টগ্রাম মহানগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment