ছৈয়দুল আলম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী একজন ব্যবসায়ী খুন হয়েছে বলে জানা যায়। ১৬ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে বাঁশখালী উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম গেইটের সামনেই ঘটনা ঘটে।
সূত্র জানা যায় একদল দুর্বৃত্ত ব্যবসায়ী নুরুল ইসলাম (৩৮)কে ছুরি দিয়ে খুন করে টাকা পয়সা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় বলে। অন্য দিকে এই ঘটনা নিয়ে পুরো এলাকায় জুড়ে নেমেছে শোকের ছাঁয়া। নিহত নুরুল ইসলাম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তেলি পাড়া গ্রামের হাজী আব্দুর রহমানের পুত্র। তিনি চাম্বল বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। নুরুল ইসলামের দুই পরিবার মিলে পাঁচটি শিশু সন্তান রয়েছে বলে ও জানা যায়।
নিহত নুরুল ইসলাম বাঁশখালীর চাম্বল বাজারের ডিম ও মুরগির দোকানদার ছিলেন। তিনি সারাদিন দোকানে ব্যবসা করে রাতে বাড়িতে যাওয়ার পথেই দুর্বৃত্তদের হাতে এই হামলার শিখার হয়ে নিহত হন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে এখনো রক্তাক্ত দূশ্য দেখা যায়, স্থানীরা জানায়, গত বৃহস্পতিবারেও তিনি রাতে বাড়িতে যাওয়ার সময় একদল ডাকাত থাকে দৌড়ায়, তাকে ধরার জন্য তিনিও দৌড়ে বাড়িতে চলে যায়। পরে এলাকার লোকজনকে তিনি ভয়ে কিছু বলে নি। নিহত নুরুল ইসলাম একজন সৎ ব্যবসায়ী ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment