গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের যশোর রিজিওনের মুনছুর আহম্মদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 17 March 2021

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের যশোর রিজিওনের মুনছুর আহম্মদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যশোর রিজিওন এর RBDM মুনসুর আহম্মেদের  বিরুদ্ধে গ্রাহক হয়রানি, কর্মীদের সাথে বিরুপ আচরণ কোম্পানি থেকে প্রেরিত সকল উপকরণ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে 

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগে জানা যায়, মুনসুর আহম্মেদ গত ২০২০ সালের মার্চ মাসে যশোর রিজিওনে দায়িত্বে যোগদান  করেযোগদানের পর থেকেই তিনি বেপরোয়া হয়ে উঠেতিনি কোম্পানির ব্যবসা ধবংস লক্ষে একের পর এক কর্মীদের সাথে দুর ব্যবহার করে আসছেনিযোগকৃত এফএ,ইউএম,বিএম এবং গ্রাহকের নামে  কোম্পানি থেকে প্রেরিত ২০২১ সালের ক্যালেন্ডার ডায়েরি তিনি আত্মসাৎ করে এনিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায় তারা ব্যবসা করতে বিরত থাকেমুনসুর আহম্মেদ এর অপকর্ম দূর্নীতির বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিলেও কোন লাভ হয়নি কর্মীদের, বরং মুনসুর আহম্মেদের রসানলে পড়তে হয়েছে প্রতিনিয়ত

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উর্ধতন এক কর্মকর্তাকে ম্যানেজ করে মুনসুর আহম্মেদ এই দূর্নীতি করে আসছেফলে কর্মীদের অভিযোগ কোন আমলে আসছেনা

সম্প্রতি যশোর অঞ্চলের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম এক লিখিত অভিযোগ পাঠিয়েছেন প্রধান কার্যালয়ে

এতে তার দূর্নীতির কথা ফুটে ওঠায় মুখোশধারি RBDM  মুনসুর আহম্মেদ ক্ষেপে উঠেছেন

রবিউল ইসলাম কে বহিষ্কার করার জন্যে বিভিন্ন ফন্দি ফিকির আটছেন এবং হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত

এরিয়া ম্যানেজার রবিউল ইসলামের লিখিত অভিযোগে জানা যায়, যশোর রিজিওনের RBDM VP মুনছুর আহম্মেদ কোম্পানির  এফএ,ইউএম, বিএম এবং গ্রাহকের ২০২১ সালের ক্যালেন্ডার ডায়েরি আত্মসাৎ করে এবং নিয়োগকৃত বিএমদের সহিত খারাপ ব্যবহার করে চাকরিচ্যুতের হুমকি দেয় একারণে নিয়োগকৃত সকল সংগঠন মুনছুর আহম্মেদের জন্য কোম্পানির ব্যবসা করতে বিরত থাকেতার কারণেই কোম্পানির  ব্যবসা বৃদ্ধি সংগঠন সম্প্রসারণে বাঁধাগ্রস্থ হচ্ছে নিয়োগকৃত সংগঠন সহ কোম্পানির ব্যবসা ধবংস করার মিশন নিয়ে মাঠে নেমেছে মুনছুর আহম্মেদ এবং ২০২১ সালে কোম্পানি কর্তৃক প্রেরিত সংগঠনের এফএ, ইউএম,বিএম সকল গ্রাহকের ক্যালেন্ডার ডায়েরি মুনছুর আহম্মেদ আত্মসাৎ করেতার নিকট যতবার ক্যালেন্ডার ডায়েরি চাইতে গিয়েছি,কিন্তু সে ততবারই আমার চাকরিচ্যুত করার হুমকি দেয়এবং মুনসুর আহমেদ দম্ভোক্তির সাথে বলেন,আমি কোম্পানির কাউকেই পরোয়া করিনা,আমার ক্ষমতা অনেক আমি কোম্পানিতে যাকে খুশি তাকে বহিষ্কার করতে পারিএমনকি এমডিকেও চাকরিচ্যুত করাতে পারি তার এতই হিংসুটে মানসিকতা যে সংগঠনের সকল কর্মীই তার প্রতি ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দিয়েছে মুনছুর আহম্মেদের কারণে যশোর রিজিওনে ব্যবসা বৃদ্ধি সংগঠন সম্প্রসারণে বাধা গ্রস্থ হচ্ছে তাই বিষয়টি তদন্ত পূর্বক যশোর অঞ্চলের মুখোশধারী  ধূতবাজ RBDM মুনছুর আহম্মেদের নিকট থেকে আমার সংগঠন সহ সকল গ্রাহকের ২০২১ সালের প্রাপ্ত ক্যালেন্ডার ডায়েরি আদায় তার শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি 

 এই RBDM মুনছুর আহম্মেদের খুটির জোর কোথায় তদন্ত পূর্বক মুখোশধারী ধূত দূর্নীতিবাজের শাস্তি  প্রদানে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কোম্পানির প্রাণ গ্রাহকগন এফএ,ইউএম এবং বিএমবৃন্দ

উল্লেখ্য এই মুনসুর আহম্মেদ ন্যাশনাল লাইফ,প্রগ্রেসিভ লাইফে থাকাকালীন  সময়ে আত্মসাৎ দূর্নীতির কারণে চাকরিচ্যুত হয়েছিল

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages