মহান স্বাধীনতা'র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কালীপুর ইউনিয়নের পূর্ব ও জঙ্গল গুনাগরী নারী সমাজের প্রাণের সংগঠন 'চেতনা-১ ও চেতনা-২' কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদাত আলম।
স্বাধীনতার ৫০ বছরের সুবর্নজয়ন্তী ২০২১ উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীর পূর্ব গুনাগরী আদর্শ গ্রামস্থ কমিউনিটি সেন্টারের মাঠে সোমবার (২৯ মার্চ) অনুষ্টিত হয় ।
চেতনা-২ এর সভাপতি ডালিয়া আক্তারের সভায় সভাপতিত্ব ও চেতনা-১ এর সভাপতি নিলু নাথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চেতনা-১ এর সম্পাদক রোকেয়া বেগম, সম্পাদক শাহিনুর আক্তার, অর্থ সম্পাদক শিরিন আক্তার ও চেতনা-২ এর অর্থ সম্পাদক মোতাহেরা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আমির হোসেন বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আ.ন.ম ফরহাদুল আলম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, যুবলীগ নেতা মো: মামুন, কালীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: নোমান, ছাত্র নেতা রিপন ভট্টাচার্য ও মো মামুন সহ স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ প্রমুখ ।
স্বাধীনতা'র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, কালীপুর ইউনিয়নের গুনাগরীতে আমার নিজ হাতে গড়া নারী সংগঠন চেতনা-১ ও চেতনা-২।এই জিনিসটা অন্তর থেকে পুনরায় উপলব্দী করলাম “ ভালবাসার উল্টো পিঠে ভালবাসায় থাকে”।
আজ আমার কষ্টার্জিত নিজস্ব সংগঠন মহিলা সমিতি চেতনা -১ ও চেতনা ০২ এর স্বাধীনতার সুবর্নজয়ন্তীর মহোৎসবে উপস্তিত হয়ে তাদের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হলাম ।
আমি মনে করি “ পৃথিবীতে যত সব নেশা রয়েছে তার মধ্যে সাধারন নর নারীর ভালবাসা পাওয়ার নেশার চেয়ে অধিকতর মধুর নেশার আর কিছু আছে বলে আমি মনে করিনা”।
এমন কি — যার টাকা পয়সা, অর্থ বিত্ত, ধন সম্পদ ও লিখা পড়া সহ স ব আছে কিন্তু তার জন্য সাধারন মানুষের কোন ভালবাসা নেই ———
তাহলে মনে করতে হবে তার কিছুই নাই। (নিজস্ব উপলব্দী) তাই আসুন আমরা সবাই নিজ নিজ অবস্হান থেকে এদেশের সাধারন ( নর-নারীর) ) মানুষের কল্যানে অন্তত প্রতি ২৪ ঘনিটায় কল্যানকর একটা কাজ করি , দেখবেন আপনার মন মানষিকতায় আরো উৎকর্ষ সাধিত হয়েছে, পাশাপাশি আপনার মন থাকবে আরো অধিকতর উৎফুল্ল।
দোয়া করবেন সবাই—- আমি যত বড়ো হইনা কেন সাধারন মানুষের ভালবাসায় যেন আজীবন সিক্ত থাকতে পারি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment