মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মহামারি কোভিড-১৯ প্রতিরোধের দ্বিতীয় ধাপে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে মাস্ক বিতরণ করা হয়েছে।
জেলা পুলিশের উদ্যোগে নবাবগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় আজ রবিবার সকালে নবাবগঞ্জ বাসস্টান্ড এলাকাসহ উপজেলার নয়টি ইউনিয়নে এ মাস্ক বিতরণ করা হয়।বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইন চার্জ অশোক কুমার চৌহান, ওসি তদন্ত মোঃ সামসুল আলম,এস আই আঃ সালাম,এস আই জাহাঙ্গীর, এস আই মশিউর - ২, পুলিশ কর্মকর্তারা ও পরিবহন সেক্টরের নেতারা,সাংবাদিকসহ প্রমুখ।
এ বিষয়ে ওসি অশোক কুমার চৌহান বলেন আমরা জনগণকে সচেতনার জন্য এই মাস্ক বিতরণ করছি। করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment