একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ছবি: একুশে মিডিয়া
বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে গরীব অসহায় দুস্থ ৫শত দুঃস্থ পরিবারের মাঝে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯ টায় কাথরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দীন রাসেল, কাথরিয়া ইউপি সচিব পংকজ দত্ত, অ্যাডভোকেট মিজানুর রহমান, ইউপি সদস্য এরশাদ, মোরশেদুল ইসলাম, আনচার, কামাল, রমিজ, হামিদ, মিজান ও রোকন উদ্দীন চৌধুরী প্রমুখ।
নগদ অর্থ প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘সম্প্রতি করোনা মহামারীতে গরীব ও অসহায় পরিবারের লোকজন সব চাইতে বেশী কস্টে আছেন। অসহায় মানুষদের জীবন জীবিকার ভোগান্তি লাগবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যাদের ঘর বাড়ি জায়গা জমি কিছুই নেই তাদেরকে ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় করোনা মহামারী কাটিয়ে উঠার জন্য দুঃস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এই নগদ অর্থ তুলে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল অসহায় মানুষদের এই সহায়তার আওতায় নিয়ে আসা হবে।
৩০ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment