একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ বাই লেইন এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ( ১৪ এপ্রিল) দুপুরে চিশতিয়া মঞ্জিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মমতাজ বেগম (৪৮) ও তার মেয়ে রেশমা আক্তার (২৬)।
ডবলমুরিং থানার ওসি একুশে মিডিয়াকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মা মমতাজের কাছ থেকে ১০০ পিস ও মেয়ে রেশমা আক্তারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
১৪ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment