ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৬০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মৃত গোলাপ নবীর ছেলে। বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, সকালে ভ্যান নিয়ে বারোবাজার কালীগঞ্জের দিকে যাচ্ছিল শাহজাহান আলী।
পথে হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাস্তার ভাঙ্গায় ভ্যানের চাকা পড়লে সে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে।
এসময় ঝিনাইদহ থেকে যশোর গামি একটি আলু বোঝায় ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment