একুশে মিডিয়া, রিপোর্ট:
পরিবহন শ্রমিকদের মাঝে ধারাবাহিক মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ শুরু করেছেন চট্টগ্রাম অটো রিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কাপ্তাই রাস্তার মাথা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। আজ শুক্রবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে শত শত পরিবহন শ্রমিকদের নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় মোহাম্মদ হোসেন বলেন, কেটে খাওয়া পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তারা এই বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও সাধারণ মানুষের সুবিধার কথা ও নিজের পরিবারের কথা বিবেচনা করে রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছে। আর এ শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হবে।
তিনি আরো বলেন, আমরা গ্রাম কিংবা শহর বুঝি না। যেকোনো এলাকার চালক হলেই তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছি। আজ এক কঠিন পরিস্থিতিতে দিনাতিপাত করছে চালকরা। বিত্তশালীদের বার মাস সেবা দিয়ে গেলেও চালকরা আজ কোন সাহায্য কিংবা সহযোগিতা পাচ্ছে না। রমজান ও করোনা চলাকালে চালকদের সুরক্ষার কথা ভাবার লোকও নেই। তিনি বলেন, আমরা যাত্রী সেবা দিয়ে জনগণের সেবা করে যাচ্ছি। পদে পদে আমাদের বিভিন্নভাবে হয়রানী করা হলেও আমরা প্রতিবাদ করতে পারি না।
কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে আমাদের চালকদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নানা ধরনের যাত্রী আমাদের গাড়ীতে উঠে। অসুস্থ রোগীদেরও আমরা সেবা দিয়ে যাচ্ছি। তাই করোনার প্রথম সারির যোদ্ধা হিসেবে চালকদের স্বীকৃতি দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আজাদ, সাহেদ রানা, জাফর, মামুন, রাসেল, মো: মানিক, মোহাম্মদ ভুট্টু প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment