রবিউল ইসলাম, ঝিনাইদহ: ছবি: একুশে মিডিয়া
সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে ১ সপ্তাহের কঠোর লকডাউন। সকাল থেকেই বন্ধ রয়েছে স্থানীয় ও দুরপাল্লার সকল প্রকার গণপরিবহন। বন্ধ রাখা হয়েছে ঔষধ, মুদিখানা, কাঁচাবাজার ও খাদ্যের দোকান ব্যতীত সকল দোকান-পাট।
বুধবার সকাল থেকে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে পুলিশ। উপজেলা শহরের বিভিন্ন জায়গা নিমতলা বাসস্ট্যান্ড,কাঁচা বাজার,মেইন বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সরকারের ১৮ দফা নির্দেশনা কার্যকর ও সর্বস্তরের মানুষকে সচেতন করতে সকালে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বুধবার কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা কর্তৃক কালীগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে । এসময় সরকারি নির্দেশনা না মানার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মোঃ মাহফুজুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এই লকডাউনে অযথা শহরে ঘোরাঘুরি না করতে ও জরুরী প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে মুখে মাস্ক পরতে ও স্বাস্থ্য বিধি মানতে নানা পরামর্শ দেন।
১৪ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment