বাঁশখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ৪টি হারভেষ্টার মেশিন বিতরণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 12 April 2021

বাঁশখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ৪টি হারভেষ্টার মেশিন বিতরণ

মোহাম্মদ ছৈয়দুল আলম: 

স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ চত্ত্বরে  সোমবার (১২ এপ্রিল) বিকালে ৮০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং ৭০% ভর্তুকিতে ৩১ লাখ টাকা মূল্যের ৪টি হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে৮০০ জন কৃষকদের মাঝে ৩০ কেজি সার কেজি বীজ প্রদান করা হয়েছেচলমান মহামরী করোনাতেও জাতে কৃষি নির্ভর পণ্যে সংকট না পরে সেই লক্ষ্যে সরকারিভাবে দেশ ব্যাপী এই উদ্যোগ  নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া বাঁশখালী উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলা করে যাতে দ্রত শ্রমিকছাড়া মেশিন দিয়ে ধান কাটা যায় সে লক্ষে উপজেলার বাহারছড়া, শেখেরখীল, পুকুরিয়া ছনুয়া ইউনিয়নের ৪জন কৃষককে ৪টি হারভেষ্টার মেশিন প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়।

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা . সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারএসময় আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, উপজেলা ওলামালীগের সভাপতি মৌলভী আক্তার হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র প্রমুখ

সভায় অতিথিরা বলেন বলেন, চলমান মহামারী করোনা দুর্যোগে কৃষকদের পাশে রয়েছে সরকার করোনার কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয় সেজন্য মনানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য হারভেষ্টার মেশিনের উদ্যোগ নিয়েছেন এবং সারাদেশের ন্যায় বাঁশখালী উপজেলায় মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রচেষ্টায় এই প্রথম বাঁশখালীতে হারভেষ্টার মেশিন পাচ্ছেন কৃষকরা।তিনি আরও বলেনকরোনা দুর্যোগের লকডাউনের কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকারের এই উদ্যোগ।

 

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages