সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচিতে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১৭ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৪ (এপ্রিল) বুধবার সকালে বেলকুচি উপজেলার বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান এর নেতৃত্বে মাস্ক পরিধান না করা, লকডাউনে দোকান বন্ধ না রাখার অপরাধে ২০ জনকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,পুলিশ সদস্য ও আনসার বাহিনী।
এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সবার সচেতনতা খুব দরকার। এ ব্যাপারে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করছি।
১৪ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment