মেহেদীর রঙ না শুকাতেই নববধূকে হত্যা! বিয়ের দেড় মাসের ব্যবধানে যৌতুকের জন্য বলি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 6 April 2021

মেহেদীর রঙ না শুকাতেই নববধূকে হত্যা! বিয়ের দেড় মাসের ব্যবধানে যৌতুকের জন্য বলি

আল আমিন মুন্সী : 

মাত্র দেড় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল শিল্পী রানী দাস (১৯) এর চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার প্রদীপ চন্দ্র দাসের মেয়ে শিল্পী রানী দাসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের জিনারদী গ্রামের বিমল দাসের ছেলে শ্যামল দাসের

বিয়ের সময় ছেলের পরিবারকে এক লাখ ১০ হাজার টাকা যৌতুক এক ভরি স্বর্ণালংকার দেওয়ার কথা ছিল মেয়ের পরিবারের কিন্তু মেয়ের পরিবার বিয়ের আগের দিন ছেলে পক্ষকে এক লাখ টাকা আধাভরি স্বর্ণালংকার দিতে সক্ষম হলেও বাকি আধাভরি স্বর্ণ ১০ হাজার টাকা দিতে অক্ষম হয় তারা

ফলে বিয়ের সাপ্তাহখানেক পর থেকেই নববধূ শিল্পী রানীর ওপর শুরু হয় অমানবিক নির্যাতন স্বামীর পরিবার থেকে প্রতিনিয়ত এমন অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে নববধূ শিল্পী রানী তার পরিবারকে একাধিকবার ফোন করে জানিয়েছে যেনো খুব দ্রুত বর পক্ষকে তাদের দাবিকৃত যৌতুকের বাকি টাকা স্বর্ণালংকার দিয়ে দেওয়া হয় কিন্তু মেয়ের পরিবার কিছুতেই যৌতুকের বাকি টাকা স্বর্ণালংকার দিতে পারছিল না

তাই তারা বিনয়ের সঙ্গে ছেলে পরিবারের কাছে ক্ষমা চেয়ে মাসের সময় চেয়েছিল যৌতুকের বাকি টাকা স্বর্ণ পরিশোধ করার জন্য

কিন্তু পাষন্ড স্বামী শ্যামল তার পরিবারের সদস্যরা যৌতুকের বাকি টাকা স্বর্ণালংকার না পেয়ে অমানবিক নির্যাতন করে ^াসরোধে হত্যা করে নববধূ শিল্পী রানী দাসকে এভাবেই এই অমানবিক ঘটনাটির বর্ণনা দিচ্ছিল নববধূ শিল্পী রানীর বড় ভাই শুভ চন্দ্র দাস

সোমবার বিকালে পলাশ থানা পুলিশ নববধূ শিল্পী রানীর নিথর দেহটি স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে এই ঘটনায় সোমবার রাতে নববধূর ভাই শুভ চন্দ্র দাস বাদী হয়ে স্বামী শ্যামল শশুর বিমলকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে অভিযুক্ত শ্যামল বিমলকে গ্রেপ্তার করে

ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, নিহত শিল্পী রানীর শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী শ্যামল শশুর বিমলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছেতবে নিহতের ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনার  মূল রহস্য উদ্ঘাটন করা যাবে

 

 

 

 

একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages