বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনা তদন্ত শুরু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 19 April 2021

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনা তদন্ত শুরু

মোহাম্মদ ছৈয়দুল আলম:

একুশে মিডিয়া ফাইল ফটো

বাঁশখালী উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশ শ্রমিক সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক গঠিত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন  সোমবার (১৯ এপ্রিল) দুপুরে। একই দিনে নির্মানাধীন ‘কয়লা বিদ্যুৎকেন্দ্রে’ কাজে যোগদান চায়নাসহ প্রায় ৯০০ জন শ্রমিক

এস আলম গ্রুপের মালিকানায় নির্মাণাধীনএসএস পাওয়ার প্ল্যান্টে প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ জানিয়েছেন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পালিয়া যাওয়া সকল শ্রমিক আজ মঙ্গলবার (২০ এপ্রিল) কাজে যোগদান করবেন।

এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অভিজিৎকুরী, জেলা শিল্প কলকারখানা অধিদপ্তরের লেবার পরিদর্শক মাসুদ রানা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) হুমায়ন কবীর, লেবার বিভাগের কর্মকর্তা মি. শিপন, বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীর

পরিদর্শন শেষে জেলা প্রশাসনের তদন্ত টিমের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার বলেন, ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন এমন শ্রমিকদের সাথে মালিক পক্ষের লোকজনের সাথে কথা বলে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে আরো কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় তথ্য নিয়ে দ্রুত সময়ে আমরা এই ঘটনার সঠিক রিপোর্ট প্রদান করব

সময় উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যানের পিএস আকিজ উদ্দীন, এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক মোস্তান বিল্লাহ আদিল, এস আলম গ্রুপের বিমল কান্তি মিত্র, আশিষ কুমার নাথসহ আরও অনেকে  কয়লা বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রের চীফ কর্ডিনেটর ফারুক আহমেদ বলেন, পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় স্থানীয় কুচক্রী মহল প্রকল্পের কাটা তারের ঘেরা টিনের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শ্রমিকদের উস্কানি দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে

 

 

 

 

২০ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages