একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী লস্কর পাড়া গ্রামে মা-কে দা দিয়ে কোপিয়ে মাথায় জখম করার পর বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে পঙ্গু করেছে তাদেরই ছেলে। হামলার পর বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতভাগ্য আক্রান্ত রক্তাক্ত মা-বাবার চিকিৎসার খবর ছড়িয়ে পড়লে পুলিশ নিজ উদ্দ্যোগেই হামলাকারী ছেলে মো. এনায়েত উল্লাহ (৪০)কে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করেছেন।
হতভাগ্য আহতরা হচ্ছেন বাবা মো. আবুল কাশেম (৮২) এবং মা ছলিমা খাতুন (৫৮)। এই দুর্ভাগ্য জনক ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টায় তাদের নিজ বাড়ি লস্কর পাড়ায়। প্রবাস ফেরত অর্থশালী এনায়েত উল্লাহ মা-বাবাকে হামলার পরও ক্ষান্ত না হয়ে মা-বাবার ঘরে নানাভাবে ভাংচূর করেছে। এ ঘটনায় আহত বাবা মো. আবুল কাশেম বাদি হয়ে ছেলে, ছেলে বঊ রুমা আক্তারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় এজাহার দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি সূত্রে জানা গেছে, ‘ মো. আবুল কাশেমের ৪ ছেলে ও ৬ মেয়ে। বড় ছেলে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। মেঝ ছেলে সৌদি প্রবাস ফেরত এনায়েত উল্লাহ অর্থশালী হওয়ায় আলাদাভাবে পাকা দালান করে বসবাস করেন। অপর দুই ছেলে মো. মহসীন ও মো. এমদাদ মা-বাবার বরণ পোষণ করেন। এর মধ্যে তিন ভাইদের মধ্যে নানা ধরণের মামলা মকদ্দমা চলে আসছিল। মেঝ ছেলে অর্থশালী হওয়ায় নানা মামলা মকদ্দমার চাপে অন্য দুই ছেলে পুলিশের ভয়ে এখন বাড়ি ছাড়া । এই নিয়ে মেঝ ছেলে এনায়েত উল্লাহ’র সাথে মা-বাবার কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে এনায়েত উল্লাহ তা মা ছলিমা খাতুনকে দা দিয়ে মাথায় কোপিয়ে গুরুতর জখম করেছে। এর পর লোহার রড দিয়ে পুরো শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে পঙ্গু করে দিয়েছে। মামলার বাদি মো. আবুল কাশেম বলেন, ‘অর্থশালী ছেলে এনায়েত উল্লাহ আমাদের বরণ পোষণ করে না। অন্য দুই ছেলে বরণ পোষণ করে।
সম্প্রতি এদেরকে বিভিন্ন মামলা মকদ্দমার আসামী করে এনায়েত উল্লাহ বাড়ি ছাড়া করেছে। এর কারণ জিজ্ঞাসা করতে গিয়ে নিজ ছেলের হাতে পিটুনি খেয়ে আমি পঙ্গু হয়ে গেলাম। স্ত্রী ছলিমা খাতুনের মাথায় গুরুতর জখম হয়ে গেছে। থানায় মামলা করলাম। এই বিচার কোথায় পাব, আমার নিরহ ছেলেরা কবে ঘরে ফিরবে ? বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সফিউল কবির বলেন, ‘ ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী ছেলে এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে। বাবা বাদি হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেছে। অন্যান্য আসামীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৬এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment