বাঁশখালীর আলোচিত গন্ডামারায় এবার ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ জন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 24 April 2021

বাঁশখালীর আলোচিত গন্ডামারায় এবার ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ জন

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত গন্ডামারায় এবার ধানকাটা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে জন গুলিবিদ্ধ হয়েছে গতকাল সকাল ৯টায় ইউনিয়নের নং ওয়ার্ডে দুই গ্রুপে গোলাগুলির ঘটনা ঘটে আহত জনকে সকাল ১০টায় বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে আশংকাজনক অবস্থায় মৃত ইসহাকের ছেলে মো. আবু সালেক (৩০) এবং মৃত নুর আহমদের ছেলে শাহ আলম(৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপর আহতরা হচ্ছে মৃত ওলা মিয়ার ছেলে মো. হোসাইন মাঝি (৫৫) এবং মৃত আমির হামজার ছেলে মো. মোজাহের(৬০) মো. হোসাইন মাঝিকে পুলিশ পাহারায় বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে মো. মোজাহের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে তিনি ঘটনার পর পর জীবন বাঁচাতে ৯৯৯ ফোন দিয়েছিল ওই ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিচ্ছে গোলাগুলির ঘটনাকে দুই গ্রুপই একে অপরকে দোষারোপ করছে

বিরোধীয় ধানক্ষেতও উভয়পক্ষ নিজেদের বলে দাবী করছে ওই ঘটনায় অন্ততঃ রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. হোসাইন মাঝি সাবেক ইউপি সদস্য মৌলভী কামাল উদ্দিনের মধ্যে ৪০ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ওই বিরোধীয় জমিতে গতকাল কামাল গ্রুপ লোকজন দিয়ে পাকা ধান কাটা শুরু করে এই নিয়ে হোসাইন মাঝি গ্রুপ কামাল গ্রুপ গোলাগুলিতে জড়িয়ে পড়ে ধানক্ষেত উভয়পক্ষই উভয়ের দাবি করে বাগবিতন্ডায় লিপ্ত হয়

গোলাগুলির ঘটনাও উভয়ে একে অপরকে দাবি করছে তবে গুলিবিদ্ধ হোসাইন মাঝি ছাড়া অন্য জন আহতরা কামাল গ্রুপের এরপর বিক্ষুব্ধ জনতা হোসাইন মাঝির বাড়ি ঘেরাও করে রাখলে তিনি জীবন বাঁচাতে এবং তাকে উদ্ধার করতে ৯৯৯ ফোন করেন এই ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় বাঁশখালী হাসপাতালে চিকিৎয়া দেয়া হচ্ছে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবির বলেন, ‘ ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

৯৯৯ ফোন পাওয়া ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে ঘটনা তদন্তের পর প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেউল্লেখ্য এর আগে গত শনিবার সকালে উক্ত -ামারা ইউনিয়নে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ১১ দফা দাবীর বিক্ষোভে পুলিশের গুলিতে জন শ্রমিক নিহত হয় এবং ৩২ জন আহত হয় এর দিন পর আবারো গোলাগুলির ঘটনায় এলাকায় বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছে

 

 

 

২৪ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages