সেতু খাতুন, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার
একটি মিলনায়তনে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশন বগুড়ার চেয়ারম্যান জনাব কে,এম খাইরুল আলম লাখিন।
প্রধান অতিথি বলেন,বর্তমান সমাজে বেকারত্ব একটি অভিশাপ এর থেকে পরিএাণ পেতে হলে চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা চালাতে হবে।কারণ উদ্যোক্তরাই স্বাধীনভাবে কাজ করে নিজের ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
এ সময় তিনি বিবিজি'র নব উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিজি'র প্রতিষ্ঠাতা এডমিন আব্দুর রহিম সরকার। এসময় প্রধান অতিথি জনাব কে,এম খায়রুল লাখিন বিবিজি'র ঈদ সেলফি কনটেস্ট-২০২১ বিজয়ী তানিয়া রহমান ওবিবিজি'র মে মাসে টপ কন্ট্রিবিউটির মোহিনী নুপুরের হাতে পুরস্কার তুলে দেন।
বিবিজি'র প্রায় শতাধিক উদ্যোক্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিবিজি'র মডারেটর প্যানেল সদস্য জিএম সজীব ও হাসিবুল ইসলাম।উপস্থিত থেকে অনুভূতি ব্যক্ত করেন বিবিজি'র উদ্যোক্তা প্রকৌশলী আব্দুর রাকিব,জাকিউল ইসলাম সাইদ,ফজলে রাফী,আর এস সাথী,অনিক প্রমুখ।
আলোচনা শেষে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিবিজি'র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি কে,এম খায়রুল আলম লাখিন কে সন্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
রবিবার ২৩ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment