সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:ছবি: একুশে মিডিয়া
বিভিন্ন সংবাদ পত্ররে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন জাহানারা খাতুন (৩৯)। তিনি বেলকুচি উপজেলার গাড়ামাসী জাকাতপাড়া গ্রামের তাঁত শ্রমিক মহির উদ্দিনের স্ত্রী।
গত (১০ মে) বিভিন্ন সংবাদ পত্ররে ‘বেলকুচিতে ২৫ হাজার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না জাহানারা খাতুন' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দৃষ্টিগোচর হয় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের। তার পক্ষ থেকে বেলকুচি উপজেলা আ'লীগের সদস্য
ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম রবিবার জাহানারার বাড়িতে এসে অপারেশনের জন্য ২৫ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল সরকার, দলের নেতা সেহাগ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জাহানারা সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার ১৬ মে ২০২১ ইং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment