একুশে মিডিয়া বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
মহামারি
কোভিড-১৯ মোকাবেলায় কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারের জন্য জরুরি সেবা ৩৩৩ এ কল সার্ভিস চালু করা হয়েছে। এতে করে যে সকল কর্মহীন মানুষ খাদ্য সংকটে পড়ে ৩৩৩ এ কল করে জানালে তা যাচাই বাচাইয়ের মাধ্যমে সাথে সাথে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিবে উপজেলা প্রশাসন।ছবি: একুশে মিডিয়া
এরই ধারাবাহিকতায় বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন ২৭টি পরিবার ৩৩৩ নাম্বারে কল করে খাদ্য সামগ্রী পেয়েছেন। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী এই অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লবন , চিরা ও আলু।
কল করে খাদ্য সামগ্রী পাওয়ার পর এক ব্যক্তি সরকারের এই উদ্যোগের বিষয়ে জানান, ৩ দিন আগে আমি ৩৩৩ এ কল করেছিলাম। গতকাল তিনি খাদ্য সহায়তা পেয়েছেন। তিনি আরও জানান, “করোনাকালীন ক্রান্তিকালে ৯ সদস্যের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। কারণ আমি এক জন বাস শ্রমিক, তাই একটু সহযোগিতা পাওয়ার জন্যই এ পথ অবলম্বন করি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবার যাদের ঘরে খাবার নেই, যদি এমন কেউ ৩৩৩ এ কল করে ; তবে সেই কল লিস্ট ধরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তথ্য সঠিক হলে তার ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। ৩৩৩ এর কল লিস্ট থেকেই গতকাল শনিবার ৭টি সহ ঈদের পর মোট ২৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ২৩ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment