আল আমিন মুন্সী :
|
ছবি: একুশে মিডিয়া
|
নরসিংদীতে গণধর্ষন মামলার
এক
আসামীকে গ্রেফতার করেছে
র্যাব-১১ সোমবার (১৭
মে)
সন্ধ্যা ৬.৩০ এর দিকে
মাধবদীর পাঁচানি পাড়া
এলাকা
হতে
র্যাব -১১ এর
একটি
দল
তাকে
গ্রেফতার করে
বলে
এক
প্রেস
বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে
র্যাব। গ্রেফতারকৃত আসামি
জাকির
হোসেন
(৩০)
মাধবদীর পাঁচানি গ্রামের মৃত
আবদুল
মান্নানের পুত্র।
র্যাব ১১ সূত্রে
জানা
যায়,
গত
১০
জানুয়ারি রাতে
ভিকটিম
নারী
প্রকৃতির ডাকে
ঘর
থেকে
বাইরে
বের
হলে
জাকির
ও
তার
সহযোগীরা মুখে
গামছা
বেধে
নির্জন
স্থানে
নিয়ে
গিয়ে
ধর্ষন
করে
ও
নগ্ন
ছবি
মোবাইলে ধারন
করে।
পরে
এই
ছবি
দেখিয়ে
টাকা
দাবি
করে
এবং
একপর্যায়ে এসব
ভিডিও
বিভিন্ন জনের
কাছে
ছড়িয়ে
দেয়।
পরে
এই
ঘটনায়
ভুক্তভোগী নারী
নিজে
বাদী
হয়ে
মাধবদী
থানায়
জাকিরসহ ৪
জনের
বিরুদ্ধে মামলা
করে
। এরপর দীর্ঘদিন পলাতক
থাকলেও
সোমবার
সন্ধ্যায় র্যাব-১১
এর
একটি
দল
অভিযান
চালিয়ে
তাকে
গ্রেফতার করে।
এবিষয়ে,
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার ও
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী সিনিয়র
সহকারী
পুলিশ
সুপার
মো:শাহ জালাল বলেন, আসামি জাকির
হোসেন
দীর্ঘদিন পলাতক
ছিলো।
সে
এলাকায়
এসেছে
এমন
গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে
আমরা
তাকে
গ্রেফতার করি।
গ্রেফতারকৃত আসামীর
বিরুদ্ধে মাধবদী
থানায়
একাধিক
মামলা
আছে।
এছাড়া
এই
ধর্ষন
মামলা
আইনি
প্রক্রিয়াধীন।
মঙ্গলবার ১৮ মে ২০২১ ইং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment