একুশে মিডিয়া, বাঁশখালী
(চট্টগ্রাম) প্রতিনিধি:ছবি: একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ‘মাসিক এনজিও সমন্বয় সভা’ সোমবার (৩ মে)বিকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপজেলায় কার্যক্রম পরিচালনাকারী এনজিওর প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় ক্ষুদ্রঋণ আদায়কারী এনজিওর প্রতিনিধিরা বলেন, আমরা সীমিত পরিসরে ঋণ আদায় কার্যক্রম চালু রেখেছি, শুধু আগ্রহী ঋণ গ্রহিতা ও পরিশোধে যাঁরা ইচ্ছুক শুধু তাঁদেরই কাছ থেকেই ঋণ আদায় করছি। কারো কাছ থেকে চলমান মহামারী করোনায় ‘কঠোর লকডাউন’ এর সময়ে কোন প্রকার জোরজবরদস্তি করে ঋণ আদায় করা হচ্ছে না বলে সভায় উল্লেখ করেন।
সভায় জোরজবরদস্তির করো কাছ থেকে ঋণ আদায়ের প্রমাণসহ তথ্য থাকলে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কারো কাছে জোরজবরদস্তির করে ঋণ আদায়ের প্রমাণসহ তথ্য থাকলে সরাসরি আমাকে জানালে যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।
০৩ মে ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment