এম এ হাসান, কুমিল্লা:
ছবি: একুশে মিডিয়া |
গ্রেপ্তারকৃতরা হলো- ভোলার লালমোহন উপজেলার মোতালেব মিয়ার ছেলে মো. জুয়েল (২৭) এবং পাবনার ভেড়ামারা উপজেলার মৃত দিলদার শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান পরিচালনা কারী দলের ইনচার্জ এসআই পরিমল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ জুয়েল ও সাইফুলকে আটক করা হয়।এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ঘটনায় দুপুরে কোতয়ালী মডেল থানায় মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার ২৬ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment