হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন থানায় কর্মরত কনেস্টবল – ২৮৫ নং পুলিশ সদস্য অলিউল্যাহকে অবসরে যাওয়ায় আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে। সোমবার বিকালে বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।ছবি: একুশে মিডিয়া
বিদায় সংবর্ধনা শেষে পুলিশের গাড়ি বহর দিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তার বাড়ি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে। তিনি বাংলাদেশ পুলিশে সুনামের সাথে ৩৯ বছর কর্মরত ছিলেন। বিদায় অনুষ্ঠানে বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত মোঃ বশির আলম, সেকেন্ড অফিসার মোঃ মোহাইমিনুল ইসলামসহ থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
বিদায় কৃত অলিউল্যাহ জানান, দীর্ঘ ৩৯ বছর সুনামের সাথে বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলাম। আজ আমার বিদায় অনুষ্ঠানে পাওয়া সম্মান আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। এ সময় তিনি ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদেরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
সোমবার ৩১ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment