একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিশ্বজুড়ে
চলছে প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমাতে চলছে ধাপে ধাপে লকডাউন। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে লকডাউন তৃতীয় বারের মতো বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, নিম্ন আয়ের মানুষরা। এমনই খেটে খাওয়া দিনমজুর, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. বখতিয়ার চৌধুরী করিম।ছবি: একুশে মিডিয়া
বৃহস্পতিবার (১৩ মে) তিনি নিজ গ্রামের বাড়ী বাঁশখালী উপজেলা ৪নং বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এ বছরও নগদ অর্থ বিতরণ করেন।
করোনা সময়ে এমন মহতী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. বখতিয়ার চৌধুরী করিম বলেন, মহামারি করোনার কারণে আসলে সবারই আর্থিক ও মানসিক অবস্থা খারাপ। তাই তাদের মুখে সামান্য হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়েই সম্মিলিত প্রয়াসে আমাদের এই উদ্যোগ। আমরা চেয়েছি সর্বসাধারণের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতেও আমরা অসহায়দের মুখে হাসি ফোটাতে পারি। সবাইকে
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
বৃহস্পতিবার ১৩ মে ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
No comments:
Post a Comment