নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের হাতে ৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৮ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে পঞ্চগড় আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপরাঝাড় নদীডাঙ্গী গ্রাম থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।ছবি: একুশে মিডিয়া
৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানা পুলিশের ওসি ইজার উদ্দীন। আটক হওয়া মাদক ব্যবসায়ীর ধজিবুল (৩২) পিতা- খাজিব উদ্দীন পুলিশ সুত্রে জানা যায়, পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপরাঝাড় নদীডাঙ্গী সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচার করে বিক্রয় করবে মাদক কারবারিরা- সোর্সের মাধ্যমে এমন সংবাদ জানতে পেরে শুক্রবার রাতে আটোয়ারী থানার এস.আই মোকারম ও এ. এস. আই আজাদ, মিজানুর, ফরহাদসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীর নিজ বাড়ীর আঙ্গিনায় মাদক বিক্রয় করার প্রস্তুত করিলে আটোয়ারী থানা পুলিশ তাকে ধাওয়া করে আটক করেন।
মাদক ব্যবসায়ী তার হাতে থাকা একটি ব্যাগের মধ্যে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানা পুলিশ। আটোয়ারী থানার এস.আই দীপেন্দ্র নাথ জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আটোয়ারী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকায় মাদক অভিযান অব্যাহত রেখেছে আটোয়ারী থানা পুলিশ।
শনিবার ২৯ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment