রবিউলইসলাম, ঝিনাইদহ:
সাংবাদিক
রোজিনাইসলামের
নামে দায়েরকৃত
মিথ্যা মামলা প্রত্যাহার, বাক-ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত, ডিজিটাল নিরাপত্তা আইন
ও অফিসিয়াল সিক্রেসিঅ্যাক্ট বাতিলের দাবিতেবামগনতান্ত্রিক
জোটেরঝিনাইদহে বিক্ষোভমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মে) সকালে
ঝিনাইদহ আজাদ রেস্ট হাউসের সামনে থেকে বামগনতান্ত্রিক জোটঝিনাইদহ জেলা শাখা একটি বিক্ষোভ মিছিল বেরকরে । মিছিলটি শহরের পোস্ট অফিস মোড়, পায়রাচত্তর ও কেসি কলেজের সামনে প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্টের সামনে এসে শেষ হয়।ছবি: একুশে মিডিয়া
ঝিনাইদহ জেলা বাসদের সমন্বায়ক কমরেড অ্যাড: আসাদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় বক্তারা, সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের মাধ্যম দিয়ে এ দেশের মুক্ত মনা লেখক , প্রতিবাদী মানুষ ও সংবাদপত্রের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে ।
এই গ্রেফতার এদশেরস মস্ত সাংবাদিকদের হুমকির স্বরূপএবং দুর্নীতিবাজদের পক্ষ অবলম্বন করেছে। তাইঅবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কালো আইন ৩২ ধারা বাতিলের দাবি জানান, তা নাহলে সাধারণ প্রতিবাদী মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী আন্দোলন সংগ্রামগড়ে তোলার মাধ্যমে এই আইন বাতিলের জন্য সরকারকে বাধ্য করা হবে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদীর) ঝিনাইদহ জেলার সভাপতি কমরেড মোফাজ্জেল হোসেন মঞ্জু , বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপনবাগচি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদীর) ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কমরেড সাহিদুল এনাম পল্লব, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ঝিনাইদহ জেলা সভাপতি কমরেড মিজানুর রহমান প্রমুখ।
সোমবার ৩১ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment