একুশে মিডিয়া, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে ৫শত হতদরিদ্র পরিবারের
মাঝে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর
উপহার ‘নগদ অর্থ’
বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ মে) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। চলমান মহামারী করোনা কালে
প্রধানমন্ত্রীর এই উপহার হাতে পেয়ে খুশি হয়েছেন এই ইউনিয়নের অসহায় পরিবারগুলো।ছবি: একুশে মিডিয়া
এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (মানিক) এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)আল বসির উদ্দিন রাজিব। আরো উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল হোসাইন, স্থানীয় ইউপি সদস্যগণ প্রমুখ।
নগদ অর্থ প্রদানকালে
ইউপি চেয়ারম্যান নজরুল
ইসলাম (মানিক)
বলেন, দেশের দারিদ্রতা মোচন করতে প্রধানমন্ত্রী বহুমুখি প্রকল্প গ্রহণ করেছেন। দেশের প্রতিটি হতদরিদ্র মানুষকে ধীরে ধীরে কোন না কোন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে । ঘর-বাড়িহীন মানুষকে সরকার দিচ্ছে ঘর-বাড়ি, দরিদ্র শিক্ষার্থীদের দেয়া হচ্ছে উপবৃত্তি, বিধবাদের দেয়া হচ্ছে বয়স্কভাতা, মহিলাদের দেয়া হচ্ছে মাতৃত্বভাতা। এছাড়া বহুমুখী উন্নয়ন করে গ্রামকে রুপান্তর করা হচ্ছে শহরে।
০৬ মে ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment