একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
ডা. ফরিদুল আলম |
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বাংলানিউজকে বলেন, ডা. ফরিদুল আলম চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি লোহাগাড়ায়। চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বিএমএ’র তথ্য অনুযায়ী, সারাদেশে মৃত্যু হয়েছে ১৫৬ জন চিকিৎসকের। দেশে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু হয় ২০২০ সালের ১৫ এপ্রিল। এরপর জুন মাসে মারা যান ৪৫ জন। চলতি বছরের এপ্রিলে মারা যান ২২ জন এবং মে মাসে মৃত্যুবরণ করেন ৩ জন।
সোমবার ৩১ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment