সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) সকালে সোহাগপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সাবেক বড়ধুল ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে ও রাতুল ভূইয়ার উদ্বোধনে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ছবি: একুশে মিডিয়া
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস, এম রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা,নির্বাচন অফিসার আশরাফুল হক, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, কাউন্সিলর শিপন আহম্মেদ প্রমূখ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,সবাই যার যার অবস্থান থেকে অসহায় দুস্থ মানুষের পাশে দাড়ালে তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।
শনিবার ৮ মে ২০২১ ইং সম্পাদক ও প্রকাশত মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ
No comments:
Post a Comment