একুশে মিডিয়া, রাঙ্গুনিয়া রিপোর্ট:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বন বিটে শেখ রাসেল এভিয়ারী অ্যান্ড ইকোপার্ক এলাকায় অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেওয়ায় দখলকারীদের হামলায় রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তাসহ ১৫জন আহত হয়েছেন।
আজ সোমবার (৩১ মে) সকাল ১১টার দিকে এভিয়ারী পার্কের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে রেঞ্জ অফিসার মাসুম কবির (৪৫), এফজি মোহাম্মদ ইসমাইল হোসেন (২৫) , বাগান মালি জ্যোতির্ময় বড়ুয়াকে (৩০) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাগান মালি আনোয়ার হোসেন (৫০), পার্কের কর্মী ইকবাল হোসেন (২৭), আব্দুল হাই (৪৫), মোহাম্মদ সাইফুল ইসলাম (৩২), মোহাম্মদ মাসুমকে (২৮) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে চিকিৎসা দেয়া হয়েছে।
কোদালা বন বিট কর্মকর্তা হাসানুজ্জামান জানান, বাধা উপেক্ষা করে পার্কের জায়গায় গত কয়েক দিনে অবৈধভাবে ৩টি ঘর নির্মাণ করা হয়। সকালে রাঙ্গুনিয়া বন রেঞ্জের কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা ওই ঘর ভেঙে দিতে গেলে ৩০/৩৫ জনের দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে।
ধারালো দা, কিরিজ ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে এবং বেধড়ক আঘাত করেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী জানান, পার্কের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ এবং মারধরের ঘটনা স্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।
সোমবার ৩১ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment