বাঁশখালীর কালীপুরে বৃদ্ধা মহিলা ও যুবতীর উপর হামলা ও ভাঙচুর - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 May 2021

বাঁশখালীর কালীপুরে বৃদ্ধা মহিলা ও যুবতীর উপর হামলা ও ভাঙচুর

একুশে মিডিয়া বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ছবি: একুশে মিডিয়া
বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড (বড় পাড়া) এলাকায় টিনের বেড়া কেন্দ্র করে মা-মেয়ে দুই জনকে স্থানীয় কয়জন সন্ত্রাসীরা হামলা করে আহত করার অভিযোগ উঠেছে

স্থানীয় সূত্রে জানা যায়,ফয়েজ আহমদের বশত বাড়ীর ভিতরে একটি গরুর গোয়াল ঘর নির্মাণ করে, গোয়াল ঘরটি দুই পরিবারের টিনের বেড়ার সাথে লাগানো অবস্থায় থাকায়, পাশ্ববর্তী জাকের আহমেদের ছেলেরা বাদি পক্ষের সাথে পূর্বের ঘটনার রেশ ধরে প্রায় সময় সিএনজি চালক আবুল কালাম যাতায়াতের সময় গাড়ী দিয়ে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দে, ফলে গোয়াল ঘরের টিনের বেড়া ভেঙে যায়

এসব ঘটনা নিয়ে এলাকায় কয়েক বার শালিসি বৈঠক বসে স্থানীয়রা মিমাংসা করে দিলেও কিন্তু সালিশের কয় এক দিন যেতে না যেতে একইভাবে আবারও গাড়ী দিয়ে ধাক্কা দে অবশেষে গত শনিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আবুল কালাম সিএনজি অটোরিকশা গাড়ী দিয়ে গরুর গোয়াল ঘরে ধাক্কা দিলে গোয়াল ঘর ভেঙে যায়,বাড়ী থেকে ফয়েজ আহমদের স্ত্রী শাকেরা খাতুন (৫৫) নিজ চোখে সেই ঘটনা দেখতে পেয়ে আবুল কালামকে বলে উঠলেন তুমি এভাবে প্রতিদিন গোয়াল ঘরের বেড়াটি ভেঙে ফেলতেছ কেনো গাড়িটি তো আর একটু পশ্চিম দিক দিয়ে বের করতে পারতে এই কথা জিজ্ঞেস করল গাড়ি থেকে নেমে এসে সাথে তাকা ভাইদের নিয়ে মারধর করা শুরু করলে মা কে বাঁচাত মেয়ে জিন্নাত আক্তার (১৩) ছুড়ানোর জন্য আসলে তাকেসহ বাড়ীতে বেড়াতে আসা আত্মীয় স্বজনের বাচ্চা সন্তানদের দফায় দফায় হামলা, গোয়াল ঘর টিনের বেড়াগুলো ভাংচুর করেন, একই এলাকা জাকের আহমেদের ছেলে আবুল কালাম,আব্দুল খালেক, আব্দু ছবুর সহ - জন সন্ত্রাসীরা

এই হামলায় আহত শাগেরা খাতুন জিন্নাত আক্তারকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় অন্যন্যা আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে ফয়েজ আহমদের ছেলে মো. হেলাল বলেন,তারা এই সব আমদের উপর করার একটি কারণ, আমরা তাদের বয়ে বশত ভিটা ছেড়ে দিয়ে অন্য কোথায় চলে যায়,পরে আমাদের বসত ভিটা তারা দখল করে আরাম আয়েশ করে বোক করতে পারে এই উদ্দেশ্য নিয়ে প্রতিনিয়ত আমাদের উপর জুলম করে ভেড়াচ্ছে এমনকি খুন করার উদ্দেশ্যে এই সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে বলে জানান

তিনি আরো জানান তা না হলে এতো হামলা সাশিল হবার পর কেন আমাদের উপর এতো জুলুম অত্যাচার করতেছেআমরা অনেক সহ করেছি আর নয় এই বার যুদি সুষ্ঠ বিচার না পায় আমরা আইনের আশ্রয় নিয়ে থানা হাজতে মামলা করতে বাধ্য হবেন বলে জানানআমরা স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার কামনা করছি আমরা এখানে বসবাস করতে চাই আমরা আপনাদের বিরুদ্ধে নয় আপনারা আমাদের প্রথম বা প্রধান আশ্রয়স্থল তাই আপনারাই পারেন এটির সুষ্ঠ বিচার বা সমাধান করতে,পরিশেষে সেই সুষ্ঠ বিচারের আশাই রয়েছে বলে জানান বাদি পক্ষের পরিবারের সকল সদস্য বৃন্দরা

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবুল কালাম গংদের সাথে এই ধরনের ঘটনা অনেক বার ঘটেছে এবং বহুবার বিচারও হয়েছে শনিবার সন্ধ্যার ঘটনা নিয়ে আমার চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছে আমিও অবহিত করেছি ঘটনার ব্যায়াপারে চেয়ারম্যান সাহেব এসে এই বিচার টি সুষ্ঠ ভাবে সমাধান করে দিবে বলে জানান

 

 

সোমবার ২৪ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages