মহেশপুর সীমান্তে বিজিবির হাতে দালাল সহ ৭জন আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 17 May 2021

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে দালাল সহ ৭জন আটক

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

ছবি: একুশে মিডিয়া
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত  দিয়ে গোপন পথে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় বিজিবির সদস্য রা এক দালাল সহ ৭জন কে আটক করেছে। 

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান জানান, গতকাল আজ দিবাগত রাত ৪টার সময়  মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা এলাকার আদিবাসী পাড়া কবরস্থান এর নিকট থেকে খুলনার দাকব থানার মুসলিম গাজী (৩৭) কে আটক করা হয়। সময় দালাল বাগাডাঙ্গা গ্রামের শফিকুল মন্ডল (৩৭) কে আটক করা হয়েছে। 

অপর দিকে একই সময়  উপজেলার খোশালপুর এলাকার গ্রামের মাঠের মধ্য হতে বান্দরবন জেলার বালাপাড়া থানার রফিক(৩১) ,নুর ফাতেমা আক্তার(২৭)ইউসুফ আলী () জামেলা খাতুন() মোঃ দাউদ () কে আটক করা হয়েছে। তাদের কে বাংলাদেশ পাসফোর্ট অধ্যদেশ ১৯৭৩ এর ১১() ধারায় মামলা দিয়ে মহেশপুর থানায় সোপার্দ্দ করা হয়েছে

 

 

 

মঙ্গলবার ১৮ মে ২০২১ ইং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages