সবুজ সরকার বেলকুচি, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সরকারী নিষেধাজ্ঞার সময় নদী থেকে জেলেদের মাছ আহরন বন্ধ করে বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে মৎস্য চাষিদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। ১জুন (মঙ্গলবার) দুপুরে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ লক্ষ টাকা ব্যয়ে ৬ টি ইউনিয়নের ১৫ জন জেলের মাঝে ১৫টি ভ্যান বিতরণ করা হয়।ছবি: একুশে মিডিয়া
বিতরণকালে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, জেলা মৎস্য সাহেদ আলী, রাজশাহী বিভাগের উপ- প্রকল্প পরিচালক সেলিম আক্তার, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, সহকারী মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদ প্রমুখ।
মঙ্গলবার ১জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment