বাঁশখালীতে আ.লীগ নেতা ছাবের হত্যা মামলার প্রধান আসামি দেলেয়ার গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 1 June 2021

বাঁশখালীতে আ.লীগ নেতা ছাবের হত্যা মামলার প্রধান আসামি দেলেয়ার গ্রেপ্তার

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ছবি: গ্রেপ্তারকৃত আসামী দোলোয়ার ইনসেট নিহত ছাবের
জমি বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে হামলার শিকার হয়ে আওয়ামী লীগ নেতা ছাবের আহমদ এর দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেচট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়ার পদ্দা পুকুর পাড় এলাকায় গত ১৮ মার্চ ঘটনা ঘটেএই হত্যা মামলার প্রধান আসামি মো. দেলোয়ার (৩৬) কে সোমবার (৩১ মে) দিবাগত রাত ১২টায় রাঙ্গুনিয়া থানার রোয়াজারহাট বাজার এলাকা থেকে তাঁকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-

গ্রেপ্তারকৃত মো. দেলোয়ার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত মোজাহের আহম্মদের ছেলে

মঙ্গলবার ( জুন) র‌্যাব- এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত ১৮ মার্চ জমির বিরোধকে কেন্দ্র করে তার আপন চাচাতো ভাই দেলোয়ার কুপিয়ে দুই পা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে ওইদিন আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন ওইদিন রাতে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় পরদিন ১৯ মার্চ সকালে তার মৃত্যু হয়

ঘটনায় ২১ মার্চ নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনায় র‌্যাব-৭ তদন্ত শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১২টায় বাজার এলাকা থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে

 আরো পড়ুন (এই লেখার উপর ক্লিক করুন)

 

 

মঙ্গলবার ১জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages