সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ
বেলকুচি থানায় সংস্কারকৃত সেলুটিং ডায়াস ও গার্ডেন লাইটিং এবং নারী শিশু
বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা সহায়তা প্রদানের জন্য সার্ভিস ডেক্স
উদ্বোধন করা হয়। ছবি: একুশে মিডিয়া
১২ জুন শনিবার বিকালে বেলকুচি থানা চত্বরে অফিসার ইনর্চাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে
গার্ডেন লাইটিং ও সার্ভিস ডেক্সের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপি এম)।
বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার,
রহমত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আলতাফ সরকার, সহকারী পুলিশ সুপার
বেলকুচি থানার সার্কেল সিদ্দিক আহমদ, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি
প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, (ওসি তদন্ত) নুরে আলমসহ
থানার সকল কর্মকর্তা ও কর্তব্যরত পুলিশ ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন। এ ডেক্স চালুর ফলে এখন থেকে থানায় আগত ‘নারী, শিশু, বয়স্ক ও
প্রতিবন্ধি ব্যক্তিরা সহজে তাদের প্রয়োজনীয় সেবা পাবেন বলে জানান জেলা
পুলিশ সুপার।
No comments:
Post a Comment