নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:ছবি: একুশে মিডিয়া
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আটোয়ারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফজলুল করিম, মোঃ সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপ-দপ্তর সম্পাদক আবু তালেব মোহাম্মদ বদিউজ্জামান এবং সংগঠনটির অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই দলটির বাংলাদেশ তৈরির ক্ষেত্রে বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বক্তারা। তার মধ্যে, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬ সালের ছয় দফা আন্দোলন, ৭৯ এর গনঅভ্যুত্থান, ৭০ সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভ এবং মহান ৭১ সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানের কথা বক্তারা তুলে ধরেন।
এবং টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকা দেশ নেত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন মেগা প্রকল্প সহ ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।
আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল ও সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে একযোগে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
বুধবার ২৩ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment