একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:ছবি: একুশে মিডিয়া
বাঁশখালীর
পুকুরিয়ার ইউনিয়নের বনাপুকুর পাড়স্থ নতুন পাড়া ছাত্র সংঘ ও পুকুরিয়া উম্মুক্ত লাইব্রেরীর উদ্যোগে আরব প্রপার্টিজ লিঃ সৌজন্যে বৃক্ষরোপন কর্মসূচি-২০২১, শনিবার (১৯ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আরব প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ, পুকুরিয়া ইউপি প্যালেন চেয়ারম্যান ও ইউনিয়ান যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, নতুন পাড়া ছাত্র সংঘের সভাপতি শহীদুল ইসলাম, সহ-সভাপতি মো. আরিফ তালুকদার, সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ আবেদ, পুকুরিয়া উম্মুক্ত লাইব্রেরী সাধারণ সম্পাদক ও পুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক আরশাদুল ইসলাম, নতুন পাড়া ছাত্র সংর্ঘের সাবেক সাধারণ সম্পাদক ও পুকুরিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মু. গিয়াস উদ্দীন, অর্থ সম্পাদক মো. ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম, প্রচার সম্পাদক মো. ইরফান, সহ-দপ্তর সম্পাদক অহিদুল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. মোরশেদ, সহ-অর্থ সম্পাদক মো. রিয়াদ, সহ-ক্রীড়া সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পেশার লোকজনের উপস্থিতি এই বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন হয়েছে।পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত প্রত্যেক টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষুধি গুণসম্পন্ন গাছের চারা বিতরণ করা হয়।
রবিবার ২০জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment