নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:ছবি: একুশে মিডিয়া
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অজ্ঞাত(৬৫)বছর বৃদ্ধ মহিলাকে হাসপাতালে ভর্তি করার মানবিক পুলিশ ওসি ইজার উদ্দীন। জানা যায় আজ ২০ জুন ২০২১ ইং রোজ রবিবার উপজেলার ও থানা রোড সংলগ্ন পাকা রাস্তার পার্শে পড়ে থাকতে দেখা যায় এমন খবর Nitish Chandro Bormon এর ফেসবুক আইডিতে ছড়ে পড়লে তৎক্ষনিক ভাবে আটোয়ারী থানার কর্মরত অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ঘটনা স্থলে আসেন এবং পড়ে থাকা বৃদ্ধা মহিলাকে চিকিৎসার জন্য আটোয়ারী সরকারী হাসপাতালে নিজে ভর্তি করান।
এই সময় আটোয়ারী সরকারী হাসপাতালের কর্মরত প: প: কর্মকর্তা ডা: হুমায়ুন কবীর জানান তিনি শাররীক ভাবে অসুস্থ তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাকে ডাক্তার নার্স দেখাশুনা করছে।
এইসময় ওসি ইজার উদ্দীন জানান তার নাম সালমা ছাড়া আর কোন কিছু বলতে পারছেন না তার বাড়ি কোথায় খোঁজ নেওয়া হচ্ছে।
রবিবার ২০জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment