দীর্ঘ ১৭ বছর পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও ১৬ বছর পর পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হলো। মঙ্গলবার (১৫ জুন) রাতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুটি কমিটি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিন হাসান রকিকে সভাপতি ও হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বেলকুচি উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। অপরদিকে আখতার হামিদকে সভাপতি এবং সৌরভ হাসান উৎসকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেলকুচি পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
জানা যায় ২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে বেলকুচি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর কোন সম্মেলন হয়নি। ২০১৮ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ায় তিন বছর কমিটি বিহীন ছিল উপজেলা ছাত্রলীগের। জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা এসব তথ্য নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment