মোঃরফিকুলইসলাম,
মোরেলগঞ্জ (বাগেরহাট):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বগেরহাটের মোরেলগনঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর কার্যালয়ের উদ্যোগে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর সদস্যদের মাঝে মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা সেতারা আলম।
উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি এইচ,এম, জসিম উদ্দিন শাহীন উপজেলা প্রেস ক্লাবের সদস্য টি এম রনি সাগর সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। বৃক্ষরোপণ অভিযান ২০২১ উদযাপনে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে একটি গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বিতরন শুরু করেন।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বলেন, মোঃ শফিকুল ইসলাম বলেন, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে বিভিন্ন গ্রামের আনসার ও ভিডিপি ক্লাবের সন্মূখে ও সরকারি রাস্তার দুই পাশে এই চারা রোপন করার জন্য নির্দেশ দেন। ১৮১টি গ্রামে ৩৬২টি বিভিন্ন প্রজাতির চারা আনসার ভিডিপি সদস্যদের মাঝে প্রত্যেককে ২টি করে বিভিন্ন প্রজাতির চারা বিতরন করেন।
বুথবার ২৩ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment