সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ছবি: একুশে মিডিয়া
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে মুজিবর্ষ উপলক্ষে ভুমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে ২য় পর্যায়ে ২০ টি ঘর বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ১০:৩০ মিনিটে উপজেলার কনফারেন্স রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর বেলকুচি উপজেলার জমি ও গৃহহীন ২০টি পরিবারের মাঝে এই ঘর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ প্রমূখ।
রবিবার ২০জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment