মোহাম্মদ নাসির উদ্দিন, প্রবাসী রিপোর্টার:
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশী প্রবাসী মোহাম্মদ নুরুল আমিন নামে এক ব্যাক্তির সোমবার (২৮ই জুন) মৃত্যু হয়েছে।
প্রবাসী সূত্র জানা যায়, মোহাম্মদ নুরুল আমিন রবিবার রাতে প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায় । সোমবার সকালে ঘুম থেকে জেগে না উঠলে রুমের সহপাঠীরা ডাকাডাকি করে কিন্তু তার কোন সাড়া না ফেলে পরে সহপাঠীরা নিশ্চিত হয় তার মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন ৬নং ওয়ার্ড এলাকার লেদু মিয়া প্রথম ছেলে।
মোহা্মদ নুরুল আমিনের অকাল মৃত্যুতে বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ সহ বিভিন্ন প্রবাসী সংগঠন শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার ২৯ জুন ২০২১ ইং# সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটি বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
No comments:
Post a Comment