নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:ছবি: একুশে মিডিয়া
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (২য় পর্যায়) এর ৫৩,৩৪০ টি পরিবারকে রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে জমিসহ গৃহ প্রদান এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীতে পুনরায় ১৩০জন ভুমিহীন পেল স্বপ্নের নীড়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে আটোয়ারী উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে ৭০ জন উপকারভোগীদের মাঝে দলিল, কাবিলীয়ত নামা সহ সনদ পত্র হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এইসব হস্তান্তর করেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যানদ্বয় বিভিন্ন দপ্তরের প্রদানগণ, গণমাধ্যমকর্মীরা সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
রবিবার ২০জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment