রোমান উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন সলিমপুর
এলাকা
থেকে অস্ত্রসহ বাঁশখালী উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল বুধবার রাত পৌন
৯ টায় তাকে গ্রেপ্তার করা হয়।ছবি: সংগৃহিত
গ্রেপ্তারকৃত মো. আব্দুস সোবহান প্রকাশ সাগর (২৫) হলেন, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউয়িনের পূর্ব চাম্বল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
র্যাব- ৭ চট্টগ্রাম এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৯ টায় বায়েজিদ বোস্তামী থানার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৭ তাকে অস্ত্রসহ প্রেপ্তার করতে সক্ষম হন। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে আব্দুস সোবহান ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১ টি এলজি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ১টি অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ৩জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment