এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ভর্তি ৪০ কেজি ভারতীয় গাঁজা সহ চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ। আটক কৃতরা হলেন চালক লক্ষীপুর সদর উপজেলার শহর কসবা গ্রামের মৃত নসু মিয়ার পুত্র মোস্তাফিজুর রহমান প্রকাশ মোস্তফা (৪৫) ও হেলপার বরগুনা জেলার বামনা থানার রামনা লঞ্চঘাট গ্রামের মৃত ছমেদ মল্লিকের পুত্র মোঃ ফারুক (৩৮)। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এসআই মনির হোসেন।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকায় ইউটার্ণ করার সময় একটি কাভার্ড ভ্যান (ঢাকামেট্রো-ট-২০-৫৩৬৪) আটক করে।পরে কভার্ডভ্যানটি তল্লাশী চালিয়ে প্যাকেটভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ সময় কাভার্ড ভ্যানের চালক মোস্তফা ও হেলপার ফারুককে আটক এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।আটক কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার ২৩ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment