মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) :ছবি: একুশে মিডিয়া
বাগেরহাটের মোরেলগঞ্জে চলমান সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিলেন উপজেলা প্রশাসন ও পুলিশ। পুলিশের চেকপোস্ট রয়েছে গুরুত্বপূর্ণ স্থানসমূহে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ ও কাউন্সিলররা লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকায় কাজ করছেন। পাশাপাশি লকডাউনে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল হোসেন মুফতি শুক্রবার (২৫ জুন) জানিয়েছেন যে, গত ২৪ ঘণ্টায় ১৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ জন। শুধু জুন মাসের এ পর্যন্ত (২৪ জুন পর্যন্ত) মোরেলগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে ১০৪ জন শণাক্ত হয়েছে। মারা গেছেন ৪ জন।
অপরদিকে, লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার মোরেলগঞ্জের বেশির ভাগ সড়ক ও জনাকীর্ণ স্থান ফাঁকা থাকতে দেখা যায়। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশ লকডাউন বাস্তবায়নে নব্বইরশি বাস স্ট্যান্ড, ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে।
সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। চিকিৎসা, খাদ্যপণ্য ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ মোরেলগঞ্জ বাজারের বিভিন্ন প্রবেশদ্বারে বারিকেডের ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, বিধি-নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে মাস্ক পরিধানের জন্য অনুরোধ করা হয়েছে। মাস্ক ছাড়া জরুরি কাজে বাইরে বের হওয়া দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং চলছে।এদিকে, বিধি-নিষেধ বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন নিজ গাড়িতে চড়ে তাঁর নির্বাচিত এলাকা মোরেলগঞ্জ-শরণখোলার জনসাধারণকে মাক্স বিতরণ সহ হ্যান্ড মাইকের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও জারিকৃত বিধি-নিষেধ পালনের অনুরোধ করে প্রচারণা চালান।
শনিবার ২৬ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment