সুমাইয়া সুমি, মাধবদী প্রতিনিধি:
নরসিংদী জেলার মাধবদী থানার চৌদ্দপাইকা গ্রাম হতে ১.মোঃ আব্দুল বাতেন(৩৩), পিতা-মৃত হাছেন আলী, ২.গোলবক্স ওরফে গোলা(৫২), পিতা-মৃত নোয়াব আলী এই দুজনকে ৩১পিস ইয়াবা ও ২৫০গ্রাম গাঁজা সহ আটক করেন মাধবদী থানা পুলিশ। তথ্য সূত্রে জানা যায়, এই দুই আসামি দীর্ঘদিন যাবৎ চৌদ্দপাইকা গ্রামে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং এলাকার বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বিক্রি করে থাকে। তাদের নামে মাধবদী থানায় মামলাও রয়েছে এবং তারা মামলার তালিকাভুক্ত আসামি। ১৩ই জুন সোমবার বিকেলে এই দুই তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করেন মাধবদী থানার এসআই ইউসুফ আহমেদ ও এসআই জাহিদুল ইসলাম।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান জানান গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় পৃথক পৃথক মাদক মামলা রুজু হয়েছে, তিনি আরও বলেন মাধবদী থানাকে মাদকমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে চাই।
No comments:
Post a Comment