একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:ছবি: সংগৃহিত
চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন হারেছ শাহ মাজার
এলাকা থেকে ছোরা ও চাপাতি সহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার করেছে সিএমপি। শনিবার (২৬ জুন)
রাত সাড়ে ৯টায় খালপাড় ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার চরখালী ইউনিয়নের মো. আলমগীরের ছেলে মো. আরিফ প্রকাশ কামরুল (২৩), কুমিল্লার লাকসাম থানার পশ্চিম গাঁওয়ের মো. বাবুল হোসেনের ছেলে মো. ইমতিয়াজ হোসেন বাপ্পী (২৫), বাঁশখালী উপজেলার ভাদালিয়া গ্রামের মৃত বিষু নাথের ছেলে রিমন নাথ (২৫) ও চকবাজার থানার জঙ্গিশাহ এলাকার মৃত হাজী সাইফুর রহমান চৌধুরীর ছেলে শহীদুর রহমান ওরফে নিজা (২৫)।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, শনিবার রাতে খালপাড় ব্রীজের উপর ৪ ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পাই। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার ২৭ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটি বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
No comments:
Post a Comment